‘জংলি’ শাকিবের ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙতে পারল কি

নিউজ ডেস্ক | dailystarbanner.com
আপডেট : ০১ মে, ২০২৫
Daily Star Banner
....

দেশে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’। যতই দিন যাচ্ছিল, ছবিটি নিয়ে দর্শক আগ্রহ বাড়ার খবরও মিলছিল। এর মধ্যে চতুর্থ সপ্তাহে এসে দেশের ২৭ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। দেশের পাশাপাশি ২৫ এপ্রিল কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩৩ প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে জংলি। প্রথম ৩ দিনে ছবিটি ৩৫ হাজার ডলার সমপরিমাণ টিকিট বিক্রি করেছে। ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর সভাপতি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

অলিউল্লাহ সজীব তাঁর ফেসবুকে লিখেছেন, ‘“প্রিয়তমা”র কালেকশনের কথা মনে আছে না সবার? “প্রিয়তমা” উত্তর আমেরিকায় প্রথম ৩ দিনে ৪২টি প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রি করেছিল ৪৪ হাজার ডলারের। “জংলি” সেখানে প্রথম ৩ দিনে ৩৩ প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি করেছে ৩৫ হাজার ডলার। “জংলি”র আয় বলতে গিয়ে “প্রিয়তমা”র কথা মনে পড়ল। কারণ, “প্রিয়তমা”সিনেমার যে মায়া দর্শক টেনেছিল, “জংলি”র বেলায়ও দর্শকের সে একই রকম এক টান দেখা যাচ্ছে। এবারের টান জংলি-পাখির মায়ার টান। মানুষ আসলেই মুগ্ধ হচ্ছে; বাংলাদেশের মতো এখানেও একই রকমভাবে সবাই সজল চোখে হল থেকে বের হচ্ছে।’

কথা প্রসঙ্গে অলিউল্লাহ সজীব বললেন, ‘প্রিয়তমা’ অবশ্য শেষ পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ডলারের বড় সংগ্রহ তুলতে পেরেছিল। ‘জংলি’ সে পর্যন্ত যেতে পারবে কি না, তা সময় বলে দেবে। তবে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের সিনেমা ‘জংলি’ এক লাখ ডলার ঢুকবে কি না, তা বোঝা যাবে এ সপ্তাহ শেষে। প্রথম সপ্তাহের আয়ই মূলত একটা ধারণা দেবে, কত দূর যাবে ‘জংলি’। তবে একটু বলা যেতে পারে, ‘জংলি’একটা চমৎকার অভিজ্ঞতা দিচ্ছে বক্স অফিসে। এ দারুণ যাত্রা চলতে থাকুক।

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি ও পাখি চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। ছবিটির প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।