৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুসারে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ১৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ টাকা ৬১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ৩৮ দশমিক ৩২ শতাংশ।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ১৯ টাকা ৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৩ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ৮ পয়সা।
এদিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৫২ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
তার আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২৪ সালের জন্য ইউনিলিভার লভ্যাংশ বেশি দিলেও ওই সময়ে আগের বছরের তুলনায় নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) অনেকটা কমে গেছে।
তথ্যানুসারে সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাববছরে (২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ৮৩ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১২২ টাকা ২১ পয়সা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো নগদ প্রবাহ ছিল ২৫ টাকা ৬২ পয়সা; আগের অর্থবছরে যা ছিল ২৫ টাকা ৪৩ পয়সা।
২০২৪ সালে ইপিএস কমার কারণ হিসেবে বলা হয়েছে গত বছর কোম্পানির রাজস্ব আয় কমে যাওয়া। এ ছাড়া মূল কোম্পানি গত বছরের তৃতীয় প্রান্তিকে প্রযুক্তি ও ট্রেডমার্ক ব্যবহারের জন্য নতুন রয়্যালটি আরোপ শুরু করে। এই সময় কোম্পানির পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি ও নগদ ব্যবস্থাপনা উন্নত হওয়ায় ক্ষতি বৃদ্ধি ঠেকানো গেছে।