logo

গণতন্ত্র নিয়ে কোন দেশ কি বলল সেটা মুখ্য বিষয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

Daily Star Banner
Publish the report: 07 March, 2024
photo
ফাইল ছবি : রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

ডেইলি স্টার ব্যানার:
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেনন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের গঠনতন্ত্র একটা রয়েছে। এ ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন। জনগণকে আরও কিভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কি বলল আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো আমাদের জনগণকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারব, আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা আরও কিভাবে সুন্দর করব- এগুলো আমাদের বিষয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-২ আসনের এমপি ডা. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমন্দ্রে প্রসাদ পাণ্ডে, কুড়িগ্রাম-৪ আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • New view 1089