ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র সড়ক ছয় লেনে উন্নয়ন এবং চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
কুয়াকাটা হোটেল–মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য দেন বরিশালের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো. এবায়দুল হক (চাঁন), কুয়াকাটা পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, কুয়াকাটার পর্যটন উদ্যোক্তা ও ব্যবসায়ী কে এম জহির প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার দিক থেকে দেশের অন্য এলাকার চেয়ে বরিশাল বিভাগ পিছিয়ে রয়েছে। চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে বলে তাঁরা জানতে পেরেছেন। বরিশাল বিভাগের সব পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবার জন্য এমন একটি হাসপাতাল এ বিভাগের যেকোনো সুবিধাজনক স্থানে নির্মাণের দাবি জানানো হয় মানববন্ধনে।
ভাঙ্গা-কুয়াটাকাটা সড়ক ছয় লেনে উন্নয়নের যৌক্তিকতা তুলে ধরে ব্যবসায়ী নেতা এবায়দুল হক তাঁর বক্তব্যে জানান, ফরিদপুরের ভাঙা থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত বর্তমানে যে মহাসড়ক রয়েছে, তা সংকীর্ণ। এ সড়কে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে। এতে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। তা ছাড়া মহাসড়কটি অত্যন্ত সংকীর্ণ বিধায় ব্যাপক যানজট লেগে থাকে।
সড়কটি আরও প্রশস্ত করার দাবি জানিয়ে কুয়াকাটা পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পৌঁছাতে ছয় ঘণ্টার অধিক সময় লেগে যায়। বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হলেও এর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছেন না। দেশের অন্যতম ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসা পর্যটকদের নিরাপদ এবং কম সময়ে ভ্রমণের জন্য ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরি।