logo

৬ দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

Daily Star Banner
Publish the report: 21 April, 2025
photo
...

৬ দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী বিভাগের অন্য জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতেও আজ একই কর্মসূচি চলছে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সালমান আহম্মেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে তাঁরা রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদা করে কর্মসূচির ডাক দিয়েছেন। এরই অংশ হিসেবে তাঁরা প্রশাসনিক ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়েছেন।
সালমান আরও বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হয়। তাঁরা বের হলে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই কর্মসূচি রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হচ্ছে।

এ ব্যাপারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফের মুঠোফোন একাধিকবার ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এর আগে গতকাল রোববার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শেষে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তালা দেওয়ার সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন তাঁরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা, দ্বিতীয় দিন তাঁরা আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।