logo

শ্রীপুরে ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথন ফাঁস

Daily Star Banner
Publish the report: 21 April, 2025
photo
...

গাজীপুরের শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে পুলিশ কর্মকর্তার টাকা লেনদেন–সম্পর্কিত একটি অডিও ফাঁস হয়েছে। গতকাল রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন।
কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য ঝুট ব্যবসায়ী সেলিম সিকদারকে ফোন করলে তিনি প্রথম আলোকে বলেন, এটি তাঁর সঙ্গে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডলের কথোপকথনের রেকর্ড। প্রায় দুই মাস আগে এই রেকর্ড করেছিলেন তিনি। এর মধ্যে তাঁর মুঠোফোনটি হারিয়ে গিয়েছিল। পরে সেটি উদ্ধার করেছেন। তবে কীভাবে এটি ফাঁস হলো, তা তিনি জানেন না।

সেলিম সিকদার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় একটি হত্যা মামলায় তাঁকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এক মাস কারাগারে থাকার পর রোজা শুরুর ছয় দিন আগে তিনি জামিনে বের হন। এর আগে তিনি রিদিশা গ্রুপের ফর্মুলা ওয়ান কারখানায় ঝুট ব্যবসা করতেন।
সেলিম সিকদার অভিযোগ করেন, গ্রেপ্তার করার দিন তাঁর কাছ থেকে ওসি আড়াই লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। এ ছাড়া ঝুট ব্যবসা করার সময় তাঁর কাছ থেকে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা নিতেন এই ওসি। টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিতেন। ভয়ে তিনি টাকা দিয়ে ব্যবসা কিছুদিন টিকিয়ে রেখেছিলেন। অডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন লোকজনকে দিয়ে ওসি তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এমনকি ফেসবুকে লাইভে এসে ছড়িয়ে পড়া অডিওটি ভুয়া বলে দাবি করতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ফাঁস হওয়া ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই অডিও কথোপকথনে টেলিফোনের অপর প্রান্তে ওসিকে বলতে শোনা যায়, তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম সিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন। স্থানীয় ওই ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাক দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম সিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন। অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, ‘তোর নানা আমাকে দেখে না কেন? আমি এত কিছু করতেছি, চাপ নিতেছি। তোর নানাকে বলে আমাকে লাখ পাঁচেক টাকা দিস।’ অডিওর অন্য অংশে সেলিম সিকদারের কাছে ওসিকে ফুলহাতা গেঞ্জি চাইতে শোনা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে বক্তব্য জানতে চাইলে ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা আমার নলেজে নাই। এখন ধরেন যে আমাকে মানুষ ফোন করে। সারাক্ষণ কথা বলি। কাজের কথা বলি। কাজের বাইরে কোনো কথা বলি না। অডিওর বিষয়টি আমার নলেজে নাই।’