logo

দাপট দেখালো বিমা, ৭০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন

Daily Star Banner
Publish the report: 05 September, 2023
photo
...

এক কার্যদিবস কিছুটা মূল্য সংশোধনের পর আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর ঢাকার বাজারে ৭০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো।

শেয়ারবাজারে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রাখতে এবং লেনদেন বাড়াতে মুখ্য ভূমিকায় ছিল বিমা খাত। বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় একদিকে যেমন মূল্যসূচক বেড়েছে, তেমনি বড় হয়েছে দাম বাড়ার তালিকা। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। একাধিক বিমা কোম্পানির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমাও স্পর্শ করেছে। আর ডিএসইতে দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে বিমা কোম্পানি।
এদিন, শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলার মাধ্যমে শেষ ৯ কার্যদিবসের মধ্যে ৭ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার। অবশ্য এর আগে নানা গুজবে শেয়ারবাজারে টানা দরপতন দেখা দেয়। একই সঙ্গে দেখা দেয় লেনদেন খরা। ডিএসইতে লেনদেন কমে দুইশ কোটি টাকার ঘরে নেমে যায়। এখন সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি ধিরে ধিরে লেনদেনের গতিও বাড়তে দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। একই সঙ্গে লেনদেনেও ভালো গতি দেখা যায়। এতে প্রথম আধাঘণ্টাতেই ডিএসইতে একশ কোটি টাকার বেশি লেনদেন হয়। একই সঙ্গে একশর বেশি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। মূল্যসূচকেরও বড় উত্থান হয়।

লেনদেনের শুরু থেকেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে বিমা খাত। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে শেষদিকে কিছু বিমা কোম্পানির দাম বাড়ার প্রবণতা কিছুটা কমে। এরপরও দিনের লেনদেন শেষে ৪২টি বিমা কোম্পানি দাম বাড়ার তালিকায় স্থান করে নেয়। বিপরীতে দাম কমেছে ৮টির।

বিমার এমন দাপটের দিনে লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ৬৮টির। আর ১৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় শূন্য দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।