logo

বংশালে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

ডেইলি স্টার ব্যানার
Published: 01 July, 2025
photo
বংশালে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

বংশাল থানা বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত।

 

রাজধানীর বংশাল থানা বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বংশাল এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এ সময় অন্যান্যের মধ্যে বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন আহমেদ তাইজু, সাবেক কাউন্সিলর ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ মামুন এবং ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুর রহমান উপস্থিত ছিলেন।  

 

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারেন।’


তিনি বলেন, ‘নতুন সদস্য বাড়ানো না হলে বিএনপি দেশের সবচেয়ে বড় দলের আধিপত্য থাকবে না। যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীল তারাই বিএনপির সদস্য হতে পারবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।