logo

গণভোটের আড়ালে অপশক্তির পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ তারেক রহমানের

ডেইলি স্টার ব্যানার
Published: 12 November, 2025
photo
ছবি: তারেক রহমান

তারেক রহমান বলেন, 'কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ- একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারীর সুযোগ গ্রহণ করা। অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরাগমনের পথকে সুগম করে দেওয়া। '

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই দলটির ছাতার নিচে পরাজিত পলাতক স্বৈরাচার আশ্রয় নিয়েছে কিনা সেটি ভাবার সময় এসেছে।

 

এ সময় তিনি দেশের গণতান্ত্রিককামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। '

 

বুধবার (১২ নভেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, 'কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ- একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারীর সুযোগ গ্রহণ করা। অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরাগমনের পথকে সুগম করে দেওয়া।'

 

তারেক রহমান বলেন, 'জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে বিএনপি সেসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছে তাই আদায় করে নিতে চায় কিংবা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় গ্রহণ করে, সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কিনা সে ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার।'

 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না।'

 

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি-ধামকি না দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।