logo

টেকসই উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর ড. জিয়াউদ্দিন হায়দারের

ডেইলি স্টার ব্যানার
Published: 13 November, 2025
photo
ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

রাজশাহী, ১২ নভেম্বর:


বাংলাদেশের মতো জনবহুল ও নিম্ন আয়ের দেশে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী না করলে টেকসই স্বাস্থ্য উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার।

 

তিনি বলেন, “রোগ প্রতিরোধে প্রান্তিক স্বাস্থ্যকর্মীরাই আমাদের প্রথম সারির যোদ্ধা। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ”

 

বুধবার (১২ নভেম্বর) বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) মিলনায়তনে রাজশাহী বিভাগের প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী বিভাগের ছয়টি জেলা থেকে আসা পাঁচ শতাধিক (৫৫০ জনেরও বেশি) স্বাস্থ্যকর্মী এতে অংশ নেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম শক্তিশালী না করলে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এই কাজে প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অপরিসীম। ”

 

তিনি আরও বলেন, “স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে জ্বর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টিসহ নানা স্বাস্থ্যসমস্যা শনাক্ত করলে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা শুরু করা সম্ভব হবে। এতে রোগের জটিলতা কমবে এবং চিকিৎসার খরচও হ্রাস পাবে।”

 

প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবসহ পূর্ণাঙ্গ মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবা চালুর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “এতে মা ও শিশুর জীবন আরও সুরক্ষিত হবে এবং পরিবারের চিকিৎসা ব্যয়ও কমবে।”