logo

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

ডেইলি স্টার ব্যানার
Published: 16 November, 2025
photo
ফাইল ছবি

ঢাকাসহ চারটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছে।

 

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠপর্যায়ে টহল ও নজরদারি জোরদার করেছে।