ডেইলি স্টার ব্যানার
উত্তরবঙ্গের দুই দিনের নির্বাচনী জনসভা ও প্রচারণা শেষে রোববার রাজধানীর বিভিন্ন আসনে আয়োজিত সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার দলটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আওতাভূক্ত ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় এলাকায় আজ জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় যোগদান করবেন।
ঢাকা ৪ ও ৫ : কাজলা ব্রিজ, যাত্রাবাড়ী (বেলা - ১১টায়), ঢাকা-৬ : ধুপখোলা মাঠ, গেন্ডারিয়া (দুপুর ২টায়), ঢাকা-৭ : ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠ, বকশিবাজার (বিকেল ৪টায়)
এর আগে গত শুক্র ও শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জামায়াত নেতৃত্বাধীর জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।
।